টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

লকডাউন শিথিল করে আজ থেকে দোকান শপিংমল খোলার বিষয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল বুধবার সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল মুনসুর, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক আবু তাহের, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, কার্যনির্বাহী সদস্য মনজুর এলাহী, মো. মিজান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মাস্ক পরিধান ও হ্যান্ডস স্যানিটেশন ব্যবহার করে স্বাস্থবিধি মেনে মার্কেটে এসে নির্ধারিত কাজ সেরে দ্রুত চলে যেতে হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের যেমন স্বাস্থবিধি মানতে হবে তেমনি ক্রেতা সাধারণকেও। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনগর মৎস্যজীবী লীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ