টেরীবাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত থেকে রক্ষা পেতে টেরীবাজারের প্রতিটি মার্কেটে ঘুরে বিক্রেতা ও ক্রেতা সাধারণকে জনসচেতনতামূলক মাস্ক পরিধান, হ্যান্ডস স্যানিটাইজেশন ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আহ্বান জানান এবং মাস্ক বিতরণ করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার মাস্ক বিতরণের সময় সমিতির সভাপতি আমিনুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক মোহান্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মো. আজগর আলী, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, উপদেষ্টা আবদুল গণি, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৪শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরীর বিভিন্ন মার্কেটে সচেতনতামূলক ক্যাম্পেইন