টেরীবাজার ফ্রেন্ডস ডটকম’র বর্ষপূর্তি

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

টেরীবাজার তরুণ ব্যবসায়ী ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত সঞ্চয় ও স্বেচ্ছাসেবী সংগঠন টেরীবাজার ফ্রেন্ডস ডটকম’র ৯ম বর্ষপূর্তি উৎসব, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান এবং ৬ষ্ঠ দ্বিবার্ষিক (২০২৫২০২৬) নির্বাচন গত রোববার রাত ১০টায় নগরীর জুবিলী রোডে হোটেল সফিনা হলে অনুষ্ঠিত হয়েছে। টেরীবাজার ফ্রেন্ডস ডটকম’র সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় সদস্য মোহাম্মদ ফোরকানের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।

টেরীবাজার ফ্রেন্ডস ডটকম ৬ষ্ঠ দ্বিবার্ষিক (২০২৫২০২৬) নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসেন আরেফিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু বকর মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা টেরীবাজার ফ্রেন্ডস ডটকমের সফলতা এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শমূলক আলোচনা করেন। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান নব নির্বাচিত কার্যকরী পরিষদকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন, এক ঝাঁক তরুণ সততার সাথে এই সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। টেরীবাজারে অনিয়মদুর্নীতিমাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেচের বাড়তি দামের প্রতিবাদ, কৃষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ আমিনুল হক হারভাংগিরী শাহ’র (ক.) ওরশ মাহফিল