টেরীবাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মেয়রের সাথে মতবিনিময়

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নানা সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন ইফতেকার আহমদ চৌধুরী, সিনিয়র পরিচ্ছন্নতা কর্মকর্তা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দীন চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মো. আলমগীর ও আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহি উদ্দিন ও এস.এস.এস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক আলহাজ্ব ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), আলহাজ্ব মো. আবু ছালেক প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা টেরীবাজারের নালারপাড় নতুন রাস্তার নিরাপত্তা, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, মসজিদ সংস্কার, গণশৌচাগার স্থাপনসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ভাইয়ের কোদালের কোপে ভাই খুন
পরবর্তী নিবন্ধমহেশখালীর ফিশিং ট্রলার ডুবি, ভাসমান ১৪ মাঝি ৯ ঘন্টা পর উদ্ধার