টেরীবাজারে নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে টেরীবাজারের বিভিন্ন মার্কেটের নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টেরীবাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা সমাজের সকল শ্রেণির মানুষের নৈতিক দায়িত্ব। টেরীবাজারের বিভিন্ন মার্কেটের নিরাপত্তা কর্মীরা দিনরাত পরিশ্রম করে বাজারের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। তাদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নিরাপত্তা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে