টেরীবাজারে নারীর স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরের টেরীবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে ভয় দেখিয়ে স্বর্ণ ছিনিয়ে নেয় তিনজন যুবক। চোখের পলকে ঘটে যাওয়া সেই মুহূর্তটি ধরা পড়ে এক দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কোতোয়ালী থানার পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিকালে নগরের বাকলিয়া থেকে ছিনতাইয়ের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাত আটটায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো, আলমগীর হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী। তারা বিভিন্ন সময় টেরীবাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের জিম্মি করে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামি সজিব প্রকাশ সজীব ও সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, চুরির ছয়টি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বিনা দেব (৪৫) নামে এক নারী কোতোয়ালী থানাধীন টেরীবাজারস্থ বিগ বাজারের সামনে রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৩৪ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয় নেয়। এটার ওজন প্রায় ৮ আনা। ভিকটিমের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা একটি অটোরিকশা যোগে পালিয়ে যায়। পরবর্তীতে কোতোয়ালী থানার একটি আভিযানিক টিম বিকালে বাকলিয়া থানাধীন তক্তারপুল ইদ্রিস আলম বাড়ির পাশে হানিফের গ্যারেজে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামি আবুল হোসেন প্রকাশ সজিব প্রকাশ রফিক (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজতে থাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ কাল