টেরীবাজারে তরুণীর গলার চেইন ছিনতাইকারীকে গণপিটুনি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

নগরীর টেরীবাজারে মায়ের সাথে শপিং করতে আসা তরুণীর গলা থেকে টেনে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে। একপর্যায়ে অজ্ঞাত ঐ ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়া হয়। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। ছিনতাইকারীও ধরা পড়েছে। লোকজন ছিনতাইকারীকে ঘটনাস্থলে থাকা পুলিশের হাতে সোপর্দ করলে তাকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিকটিম এবং ছিনতাইকারীর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধরক্ষণাবেক্ষণের জন্য টানা চার রাত বন্ধ থাকবে একটি টিউব