টেরীবাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময়

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় গতকাল রোববার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। প্রধান বক্তা ছিলেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন। উপস্থিত ছিলেন উপদেষ্টা বেলায়েত হোসেন, আব্দুল মান্নান, মোস্তাক আহমদ, মো. ইসমাইল, রেজাউল করীম চৌধুরী, টিংকু বড়ুয়া, নাছির উদ্দিন, মো. জসীম উদ্দিন, আব্দুল গণি, মো. গোলাম নবী, আবুল মনছুর, আমান উল্লাহ জাহাঙ্গীর, নুরুল আবছার, মোহাম্মদ লিয়াকত আলী, ফজল আহমদ, মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আবুল কালাম কালু, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ আজগর আলী, নুরুল হুদা, নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশীদ, মোহাম্মদ তাজুল ইসলাম, মো. সেলিম, মুহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাশেদুল করীম রাশেদ, মোহাম্মদ কামরুল হাসান।এতে বক্তারা বলেন, প্রশাসন অবশ্যই অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রশাসন কে সার্বক্ষণিক সহযোগিতা করতে হবে সমিতির নেতৃবৃন্দকে। টেরীবাজার এলাকায় যত ক্রাইম স্পট রয়েছে সব এলাকায় যত বেশী সিসি ক্যামেরা থাকবে ততই অপরাধী চিহ্নিত করা সহজ হবে। শপিং করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখক সৃষ্টিতে প্রকাশনা প্রতিষ্ঠানের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধএকটি কো-অপারেটিভের ৫ জন গ্রেপ্তার