টেরীবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন ব্যবসায়ী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। গতকাল বুধবার সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। উদ্বোধনী দিনে ৫ শতাধিক ব্যবসায়ী ও কর্মচারীকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আগামী ২ মাস পর তাদেরকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আজ আরও ২ হাজার শ্রমিককে কোভিড ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল মনসুর, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর, এস এস এস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।