নগরীর টেরিবাজারে একটি কাপড়ের গোডাউন থেকে তালা ভেঙে ৬ লাখ টাকার থান কাপড় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের টেরিবাজারের ঐ গোডাউন থেকে কাপড় চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় গত বুধবার কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯টি থান কাপড় উদ্ধার করা হয়।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন, বাঁশখালী থানার বটতলী পাহাড়ের গুনাগরির মো. মিন্টুর ছেলে মো. সাকিবুল ইসলাম ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত খোরশেদ আলমের ছেলে মো. রুবেল (৩৫)। পুলিশ জানায়, রাতের আঁধারে টেরিবাজারের আলিফ শপিং মলের উত্তর পাশের একটি কাপড়ের গোডাউন থেকে তালা ভেঙে কাপড় চুরি করে নিয়ে যায় একদল চোর চক্র। পরদিন সকালে ম্যানেজার গোডাউনে গিয়ে দেখে তালা ভাঙা। অনেক কাপড় চুরি হয়ে গেছে। এ ঘটনায় ঐ গোডাউনের ম্যানেজার বাদী হয়ে চুরির মামলা মামলা দায়ের করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। উক্ত চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।