টেরিবাজারে আগুনে পুড়েছে কাপড়ের দোকান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজার নুর মার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আলী ট্রেডিং নামের ওই দোকানের মালিক মিজানুর রহমান দৈনিক আজাদীকে বলেন, আগুনে আমার দোকানের ডেকোরেশন এবং কাপড় চোপড় পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার দোকানে সব দামী ত্রি পিস ও শাড়ির কালেকশন ছিল। নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান দৈনিক আজাদীকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিস তৎপরতা শুরু করে। এতে আগুন ছড়ায়নি। ক্ষয়ক্ষতির বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধরেলের প্রকল্পের ব্যয় নিয়ে অসন্তোষ সংসদীয় কমিটির