বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পুর সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হাজির হাট গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির মো. ইউনুছের ছেলে মো. সাকিব (২৫), ইছা সালেহর ছেলে মো. সামির (২৩) ও মো. রহিম উদ্দীনের ছেলে মো. সাকিব (২২)।প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ৩ জন মোটর সাইকেলে ছিলেন। মোটর সাইকেলটি দ্রুত গতিতে ওভারটেক করার সময় অপরদিক থেকে আসা সিএনজিচালিত অটোটেম্পুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া।