টেম্পোকে ধাক্কা শাটল ট্রেনের

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরের দুই নম্বর গেইট এলাকায় একটি টেম্পোকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এতে কোনো হতাহত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে শাটলের ধাক্কায় টেম্পো ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দুই নম্বর গেট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, একটি টেম্পোকে শাটল ট্রেন ধাক্কা দেয়। এতে কোনো হতাহত হয়নি। এখন ট্রেন ও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজননিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধআজ বরেণ্য সংগীতজ্ঞ গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকী