টেম্পুর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আজাদী অনলাইন | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৪:৪১ অপরাহ্ণ

আনোয়ারায় টেম্পুর ধাক্কায় মো. আলমগীর (৩০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত একটার দিকে আনোয়ারা উপজেলার বনফুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর চন্দনাইশ উপজেলার কাঞ্চন ইউনিয়নের আব্বাস পাড়া এলাকার আমির ইসলামের ছেলে।-বাংলানিউজ

নিহত আলমগীরের ভগ্নিপতি মো. শহিদুল ইসলাম বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে জোরে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল চালককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে টেম্পু ধাক্কায় দেয় বলে জানিয়েছেন পরিবার।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে অভিমানে প্রেমিকার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধদেশে আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮