টেবিল টেনিসে চট্টগ্রাম খুব বেশি পিছিয়ে নেই। কিন্তু নানা কারণে এই ইভেন্টটি নিয়মিত আয়োজন করা সম্ভব হয়না। এই যেমন নির্বাচন কমিশনের নির্বাচনী সামগ্রী দীর্ঘ দিন ধরে পড়ে থাকায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনটি ব্যবহার করা যায়নি। ফলে নিয়মিত শিডিউল অনুযায়ী খেলা সমুহ করা যায়নি। জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা করতে হয়েছে রাইফেল ক্লাবে। যেহেতু এই ইভেন্টটি একেবারেই ইনডোর একটি গেমস তাই জিমনেসিয়াম না হলে এই ইভেন্ট আয়োজন সম্ভব হয়না। টেবিল টেনিসে চট্টগ্রামে সবচাইতে বনেদি একটি টুর্নামেন্ট হচ্ছে অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা। যেখানে বিপুল সংখ্যক ক্ষুদে খেলোয়াড় অংশ গ্রহন করে। এরপর আছে নিয়মিত লিগ। এবারে জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস সাব কমিটির দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন এবং সম্পাদক হারুন অর রশিদ চান অতীতে চলে আসা টুর্নামেন্ট এবং লিগ গুলোর পাশাপাশি নতুন আরো কি করা যায় সেটা নিয়ে ভাবতে চান । কমিটির চেয়ারম্যান মিলন জানান, আসলে আমি প্রথমবারের মত এই ইভেন্টের দায়িত্ব পেয়েছি। এখানে কি করতে হবে সেটা একটি তালিকা করে আমরা সব সম্ভব করব। অতীতে যেসব টুর্নামেন্ট বা লিগ অনুষ্ঠিত হতো সে সব আমরা অব্যাহত রাখব। এরপর চট্টগ্রামের টেবিল টেনিসের উন্নয়নে যা যা করার দরকার আমরা সব করব। আসলে টেবিল টেনিসের জন্য খুব বেশি সময় লাগেনা। জিমনেসিয়ামটি যতি আমরা একটি নির্দিষ্ট সময়ের জণ্য পাই তাহলে আমরা একাধিক টুর্নামেন্ট আয়োজন করতে পারব। রাশেদুর রহমান মিলন বলেন আমরা এখানে এসেছি খেলাধুলার উন্নয়নের জন্য। তাই আমাদের দিয়ে যতটা কল্যাণ হয় সেটা করার চেষ্টা করব। আমরা কমিটিতে যারা স্থান পেয়েছি তাদেরকে নিয়ে প্রথমে বসে একটি পরিকল্পনা প্রণয়ন করতে চাই। আসলে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারলে কাজগুলো সম্পন্ন করতে সহজ হবে। আমাদের নতুন খেলোয়াড় যেমন তুলে আনতে হবে তেমনি পুরানো যারা আছে তাদেরকেও শতভাগ কাজে লাগাতে হবে। তাহলেই ভাল ফল আমরা পাব। আশা করছি সবার সহযোগিতায় আমরা সেটা করতে পারব। কমিটির সম্পাদক হারুন রশিদ গত মেয়াদে কিছু সময়ের জন্য ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। যেখানে চট্টগ্রাম একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেখানে চট্টগ্রামের খেলোয়াড় তেমন ছিলনা। এখন তাদের দায়িত্ব চট্টগ্রামের খেলোয়াড়দের গড়ে তোলা। আর সেটা করতে চান হারুন রশিদ দায়িত্ব পালনকালে। এই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে এ এস এম ইকবাল মোরশেদ, মোরশেদ আলম তাজু, জাহাঙ্গীর হোসাইন। মোহাম্মদ শাহ একরাম এবং আনোয়ারুল ইসলামকে। তিনজন যুগ্ম সম্পাদক হলেন সাইফুল আলম বাপ্পি, আরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সনজিব কুমার সেনকে। কমিটির সদস্যরা হলেন আদিব ইকবাল, আলিফ ইকবাল, আজাদ রহমান, সাহেলা আবেদীন রীমা, গাজি মোহাম্মদ লোকমান হোসেন, মহিদুল হোসেন, মারিয়া চক্রবর্তী এবং মোহাম্মদ আকবর।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রনীত ক্যালেন্ডার অনুযায়ী টেবিল টেনিস লিগ এবং স্কুল টুর্নামেন্ট দুটোই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু তখন জিমনেসিয়াম বন্ধ থাকায় সেটা আয়োজন করতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা। এখন মিলন এবং হারুনকে একটি সময় বের করে এই ইভেন্টের খেলাগুলো আয়োজন করতে হবে।