টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্ম ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না, জনগণের জন্য কাজ করছি। খবর বাংলানিউজের।
গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো (সংস্কার) আমরা করব। আমার মনে আছে, ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে এমন করে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাব। তিনি বলেন, ট্যাঙ, পলিসি ও ভ্যাটের রিফর্ম করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছেন, আমরা রিফর্ম করব।