টেক্সি থেকে বিদেশী পিস্তলসহ চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের সিএন্ডবি বালুর টাল এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ অবৈধ অস্ত্র ক্রয়বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. আলমগীর। গত বুধবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, কুয়াইশ কলেজ গেইট থেকে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী সিএনজি করে অস্ত্র নিয়ে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা দিকে যাচ্ছেএমন তথ্যের ভিত্তিতে সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনের পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে ওই সিএনজি টেঙি এবং এর চালক মো. আলমগীরকে আটক করা হয়। পরে তার দেখানো মতে, টেঙিটির চালকের সিটের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মো. হাবিবুর রহমান দৈনিক আজাদীকে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার মো. আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমর্জিমাফিক চলাচল করায় ৮টি হিউম্যান হলার ডাম্পিং ইয়ার্ডে
পরবর্তী নিবন্ধজীবন যুদ্ধে হেরে গেলেন যুবক শুক্কুর