চকরিয়া–মহেশখালী সড়কের চকরিয়ায় রামু রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেনের (৪০) ওপর অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় তাকে বাহু ও পেটে ছুরিকাঘাত করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আঞ্চলিক এই সড়কের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লম্বা রাস্তার মাথা নামক স্থানে এই ঘটনা ঘটে। গুরুতর আহত সহকারী স্টেশনমাস্টার আকতার হোসেন (৪০) চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও আক্রান্ত সহকারী স্টেশন মাস্টারের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থানা রাস্তার মাথা থেকে আকতার হোসেন সিএনজি টেক্সি চেপে নিজ বাড়ি বদরখালী যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথা নামক স্থানে পৌঁছাতেই আগে থেকে সেখানে নোয়া গাড়িতে অবস্থান করা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এ সময় অটোতে বেশ কয়েকজন যাত্রী থাকলেও শুধুমাত্র স্টেশনমাস্টার আকতারকে টেনে–হিঁচড়ে বের করে চারিদিক থেকে ঘিরে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সর্বশেষ পাঠানো হয় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে।
চকরিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার সহকর্মী ফরহাদ চৌধুরী জানান, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন আকতার হোসেন। পথিমধ্যে মর্মান্তিক এই ঘটনার শিকার হন তিনি। তবে অজ্ঞাত দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা বা মূল্যবান কোনো কিছুই নিতে পারেনি। তবে রহস্য দেখা দিয়েছে টেক্সিতে বেশ কয়েকজন যাত্রী থাকলেও শুধুমাত্র আকতার হোসেনকে কেন টার্গেট করা হলো।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনার নেপথ্যে কোনো রহস্য লুকানো আছে কী–না তা অনুসন্ধান করা হবে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।