রাউজানে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়ে হাসপাতালে গেছেন। চুয়েট স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে বহনকারী প্রাইভেট টেক্সিতে জোর করে চেপে বসার একটি ঘটনাকে কেন্দ্র করে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীব উল্লাহ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত মঙ্গলবার এক ছাত্রীকে বহনকারী প্রাইভেট টেক্সিতে স্থানীয় ব্রাহ্মণহাট এলা্কা থেকে ওই এলাকার তিন যুবক জোর করে উঠে পড়ে। এই ঘটনায় চালকের সাথে ওই দিন তিন যুবকের কথা কাটাকাটি হয়। পরে ওই যুবকরা গতকাল বুধবার টেক্সি চালক মুহাম্মদ আরজুর (২৩) ওপর হামলা করে তাকে কুপিয়ে জখম করে। হামলার শিকার হন আরজুর ভাই মুহাম্মদ রবিউল হোসেনও (১৯)। এসময় হামলাকারীরা তিনটি টেক্সি ভাঙচুর করে।
টেক্সি চালকের পক্ষে শাকিল সরোয়ার (২৮) ও আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ মানিক (৩০) নামের দুজন আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।