টেক্সির ধাক্কায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা

চকরিয়ায় সিএনজি

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি টেক্সির ধাক্কায় মো. মুহিব্বুল্লাহ (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র ও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বুধবার বিকেলে দরবেশকাটা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় গার্ড অব অনার।

জানা যায়, দুয়েকদিন আগে চকরিয়ামহেশখালী সড়কের দরবেশ কাটায় সিএনজি টেক্সির ধাক্কায় গুরুতর আহত হন এই বীর মুক্তিযোদ্ধা। প্রথমে তাকে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ও পরে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সভা
পরবর্তী নিবন্ধবন্যশূকরের আক্রমণে নারীসহ আহত ৬