রাউজানে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী একটি সিএনজি টেক্সির সংঘর্ষে নাজিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে সিএনজি চালকসহ আরো চারজন। গতকাল মঙ্গলবার সকালে গহিরা অদুদীয়া সড়কের আতুনীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উপজেলার চিকদাইর ইউনিয়নের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিম অন্যান্য যাত্রীদের সাথে শেয়ারে টেঙিতে করে গহিরার দিকে যাচ্ছিলেন। এ সময় ফটিকছড়িমুখী একটি কাভার্ডভ্যান টেঙিটিতে ধাক্কা দিয়ে পাশের জমিতে পড়ে যায়। ধাক্কায় টেঙিটি দুমড়ে–মুচড়ে গিয়ে চালকের পাশের সিটে বসা নাজিম ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় কাভার্ডভ্যান চালক ও সহকারীকে আটক করে রাখে স্থানীয়রা। পরে পুলিশে হাতে তাদের সোপর্দ করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











