টেক্সাসে মৎস্যবৃষ্টি!

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি দেখেন, বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছে মাছ? শুধু মাছ নয়, সঙ্গে ছোট ব্যাঙ ও কাঁকড়াও। হ্যাঁ, এ রকমই এক ঘটনার সাক্ষী রইলেন আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরের বাসিন্দারা।
গত ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা নাগাদ টেক্সারকানা শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পান, আকাশ থেকে মাছ পড়ছে! মাছের সঙ্গে রয়েছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও। ফেসবুকে তাঁরা পোস্ট করেছেন এই ঘটনার ভিডিও।
টেক্সারকানা শহরের সরকারি ফেসবুক পেজে জানানো হয়েছে, ২০২১ তার ঝুলি থেকে যে সমস্ত কৌশল বের করেছে, মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। এমন বৃষ্টি তখনই হয়, যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলি ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী থেকেছেন।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে কোভিড সংক্রমণ লাগামছাড়া সপ্তাহান্তে কারফিউ
পরবর্তী নিবন্ধফ্রান্সে খোঁজ মিলল নতুন রূপ ইহু