টেকসই উন্নয়নে গবেষণার বিকল্প নেই

প্রশিক্ষণ কোর্সে পরিবেশ সচিব

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) নিয়োগপ্রাপ্ত নতুন গবেষণকদের জন্য ‘ফরেস্ট্রি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিএফআরআইএর পরিচালক ড. রফিকুল হায়দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, ইউএস ফরেস্ট সার্ভিস কম্পাস প্রোগ্রাম প্রোজেক্ট লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন, ইউএসএইড-এর ইকোনোমিক গ্রোথ অফিস ডিরেক্টর মুহাম্মদ এন. খান এবং চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। প্রধান অতিথি বলেন, বর্তমানে টেকসই উন্নয়নে গবেষণার বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিক মোকাবেলায় বন ও বনজ সম্পদ বিষয়ক গবেষণা জরুরি। সরকারের প্রেক্ষিত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভন্ন পরিকল্পনায় গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএফআরআই বন বিষয়ক গবেষণায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইউএসএইড-এর মুহাম্মদ এন. খান বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে গবেষণা ও প্রশিক্ষণে বিএফআরআই-এর সাথে কাজ করতে পেরে ইউএসএইড আনন্দিত। ভবিষ্যতেও এরূপ প্রোগ্রাম চলমান থাকবে বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে বিএফআরআই পরিচালক সকল প্রশিক্ষণার্থী ও অতিথিবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন এবং ভবিষ্যতেও এরূপ সহযোগিতা প্রত্যাশা করেন। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন বিএফআরআইএর সিনিয়র রিসার্চ অফিসার মো. আনিসুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলন্ডনে প্রদর্শিত হবে আমিরের ‘লগান’!