আন্তর্জাতিক নারী দিবস আজ। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করবে। চট্টগ্রামেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চিটাগাং উইম্যান চেম্বার : চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ আগ্রাবাদস্থ জাতিতাত্বিক জাদুঘর প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় কর্মসূচি উদ্বোধন করবেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। সকাল ১১টায় ০০ জাতিতাত্বিক জাদুঘর পরিদর্শন। বিকাল ৩টায় নারীদের মাঝে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় কর্মরত নারীদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য, যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।