টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে এল ৩৭৭ টন পেঁয়াজ

| শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ টন পেঁয়াজ এসেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পেঁয়াজভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায় বলে জানান ইউনাইটেড ল্যান্ড পোট টেকনাফে লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, স্থানীয় মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মালিক এসব পেঁয়াজ আমদানি করেছেন। পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে। পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খবর বিডিনিউজের।

স্থলবন্দরের কাস্টমস জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরের পর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। প্রায় এক বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ টন পেঁয়াজ এল। পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে বলে জানান টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম।

পূর্ববর্তী নিবন্ধভারতেই আছেন শেখ হাসিনা, পরোয়ানা নিয়ে মন্তব্য নেই দিল্লির
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে বালু উত্তোলন, চার জনের বিরুদ্ধে মামলা