টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ১৩ বিজিপি সদস্য

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে আরও ১৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি এপারে অনুপ্রবেশ করেছে। বর্তমানে তারা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এরপর নিরস্ত্র করে নাইক্ষ্যংছড়ি বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে আরও ১৩ জন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি পালিয়ে এসেছেন বলে জানান বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে এসিল্যাণ্ড আসার খবরে কমিউনিটি সেন্টার থেকে পালালো পাত্র-পাত্রী