টেকনাফ সীমান্তে মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত বাংলাদেশি জেলের নাম মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে। রবিবার (৬ এপ্রিল) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। বাংলাদেশের সীমানা পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদীর তোতার দ্বীপ নামক এলাকায় তিনি মাছ ধরতে যান। উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে দেড় কিলোমিটার দক্ষিণ–পূর্ব দিকে শূন্য লাইন থেকে মিয়ানমারের আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে এই জেলে মাছ শিকারে যান। এ সময় সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে লোকজনের সহযোগিতায় তাকে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।