টেকনাফ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ, আতঙ্ক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক কমেনি। গতকাল রোববার সকাল থেকে টেকনাফ শাহপরীরদ্বীপ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং কানজরপাড়াখারাংখালী এলাকায় বিকট গুলির শব্দ শুনেছেন লোকজন।

এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নাফ নদীতে টহল অব্যাহত রেখেছে। হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আবদুল আলী বলেন, ‘শনিবার রাতে সীমান্তে দুই ঘণ্টা থেমে থেমে গোলাবর্ষণের শব্দ ভেসে এসেছে। আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি।’ রোববার সকাল থেকে থেমে থেমে মিয়ানমারের গোলগুলির শব্দ শুনতে পান শাহপরীরদ্বীপ সীমান্তের লোকজন। শাহপরীরদ্বীপ সীমান্তের বাসিন্দা আজিম উল্লাহ বলেন, ‘শনিবার রাতে গোলাগুলির শব্দ শোনা না গেলেও সকাল ৮টা থেকে গুলির আওয়াজে বাড়িঘর কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর গুলির শব্দে বাড়ির ছোট্ট শিশুসহ লোকজন আতঙ্কে ছিল। কয়েকদিন ধরে গোলাগুলির এমন শব্দ ভেসে আসছে সীমান্তে। এমন অবস্থা চলতে থাকলে আমাদের জনজীবনে বিপর্যয় নেমে আসবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সীমান্তে প্রায় সময় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সীমান্তে নাফ নদী থাকার কারণে আমরা অনেকটা ‘সেফ জোন’ আছি। তবুও আমরা সীমান্তের বসবাসকারীদের সর্তক থাকতে বলেছি।’

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ অবলোপন ২ বছরেই, ভবিষ্যতে ‘বিক্রিও’ করা যাবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারতকে সতর্ক করলেন ডোনাল্ড লু