টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন উদ্বোধন

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৯:৫০ পূর্বাহ্ণ

টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবনসহ সারা দেশে অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভার্চুয়ালি ইজেডগুলোতে শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন করেন।

এ উপলক্ষে টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ওয়ার্ডে, থানায় গণজাগরণ ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধলঘুচাপটি নিম্নচাপে পরিণত