টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবনসহ সারা দেশে অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভার্চুয়ালি ইজেডগুলোতে শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন করেন।
এ উপলক্ষে টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম প্রমুখ।