টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

টেকনাফের সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ। গতকাল শুক্রবার দুপুর ১টায় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ। তবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুপুরে জোয়ারের সময় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। এ সময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি মৃতদেহের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুপুরে টেকনাফের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই গ্রুপে গোলাগুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধসম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মানববন্ধন