চট্টগ্রামস্থ টেকনাফ সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা ও পারিবারিক মিলনমেলা ২৫ এপ্রিল নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৪ সালের জন্য টেকনাফের ২০জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষা–স্বাস্থ্যসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ বিশিষ্ট গুণীজন ও ২টি সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
গুণীজনেরা হলেন শিল্পোদ্যোক্তা ও সমাজসেবী হাজী এম এ কালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিক আহমদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নজির আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগ ও চাইল্ড হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম। সংবর্ধিত প্রতিষ্ঠান হলো টেকনাফের ‘হ্নীলা গুলফরাজ–হাশেম ফাউন্ডেশন’ ও মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ’।
সভাপতি মুখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, উপদেষ্টা জেলা ও দায়রাজজ মোহাম্মদ সরওয়ার আলম, অ্যাডভোকেট রফিকুল আলম, অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, খলিলুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।