টেকনাফ-রামুতে দেড় লাখ ইয়াবা উদ্ধার

কারবারিসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ ও রামু উপজেলায় র‌্যাব এবং বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৫৫ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় এক ইয়াবা কারবারিসহ দুজনকে।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, টেকনাফ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাত ১টার দিকে এই অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, টেকনাফ লম্বাবিল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেএই তথ্যের প্রেক্ষিতে ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মো. রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রিয়াজ উদ্দিন হোয়াইক্যং লম্বাবিল এালাকর আবদুর রশিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, রিয়াজ পলাতক মাদক কারবারিদের সাথে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত। তারা অভিনব পন্থায় কঙবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছিল। উদ্ধার ইয়াবা, আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এদিকে জেলার রামু রামু উপজেলায় একটি প্রাইভেট কারে থেকে ২৫ হাজার ৮০০ ইয়াবাসহ চালককে আটক করা হয়। গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশিকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে কঙবাজারগামী একটি প্রাইভেট কার থামানো হয়। এ সময় কারটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৫ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় চালক ইয়াছিন আরাফাতকে (২১)। তিনি উখিয়া সিকদার বিলের মো. মুক্তার আহম্মেদের ছেলে। আটক আসামিকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণীর সাবেক দুই সিবিএ নেতার বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধজামিনে মুক্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া