টেকনাফ পৌর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

টেকনাফ পৌর নির্বাচনের ৫ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চার কাউন্সিলর প্রার্থী। গতকাল সোমবার বিকেল ৩টায় টেকনাফ হাইস্কুলের সম্মেলন কক্ষে পরাজিত কাউন্সিলর প্রার্থী এ.কে.এম মঞ্জুরুল করিম সোহাগ, সৈয়দ আলম, নুরুল হোসাইন, সহিদুল ইসলাম শহীদ এই সংবাদ সম্মেলন করেন। এ সময় প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্জুরুল করিম সোহাগ।
বক্তব্যে তারা বলেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত টেকনাফ পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনার সময় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা প্রার্থীদের কোন এজেন্টকে উপস্থিত থাকতে দেইনি। পরবর্তীতে কর্মকর্তারা কম্পিউটার প্রিন্টের পরিবর্তে হাতে লিখিত একটি কাগজ পড়ে ফলাফল ঘোষণা করেন। কিছুক্ষণ পর প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের তার কক্ষে ডেকে নিয়ে ফলাফলের তথ্যবিহীন খালি ফরমে স্বাক্ষর দিতে নির্দেশ দেন। এতে এজেন্টরা সম্মত্ত না হলে প্রিজাইডিং অফিসার ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে টেকনাফ হাইস্কুল কেন্দ্রের ৪টি ইভিএম মেশিন পরীক্ষার মাধ্যমে সত্য উন্মোচন করে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তাদের তদন্তের আওতায় অনার দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ সরওয়ার আলম
পরবর্তী নিবন্ধসদরঘাটে দেওয়াল ধসে যুবকের মৃত্যু