নগরীতে মামা-ভাগ্নীসহ তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। চাকতাই ও মতিয়ারপুল এলাকায় পুলিশের পৃথক অভিযানে তারা ধরা পড়েন।
বাকলিয়া থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে চাকতাই এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক হন কাঞ্চন কুমার দে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, কাঞ্চন রাউজানের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মতিয়ারপুল ইয়ার আলী মসজিদ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় মো. এনায়েত হোসেন (৪৫) ও মরিয়ম বেগমকে (৩৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, আটককৃতরা সম্পর্কে মামা-ভাগ্নী। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মামা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নিয়ে আসে। ভাগ্নী তা খুচরা হিসেবে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।