টেকনাফ ক্যাম্প থেকে উখিয়ার বালুখালীতে গত দু’দিনে ২৩২ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে টেকনাফে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ জুলাই ২৮ রোহিঙ্গা পরিবারের ১শ ৩১জন, এর আগের দিন ১০ জুলাই একই ক্যাম্প থেকে ২৩ রোহিঙ্গা পরিবারের ১০১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, ১১জুলাই দুপুর সাড়ে ১২ টারদিকে টেকনাফের ২৩ নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যের সহায়তায় ২৮ রোহিঙ্গা পরিবারের ১শ ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু শরণার্থীকে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
এর আগে ১০ জুলাই দুপুর ১ টার দিকে ২৩ রোহিঙ্গা পরিবারের ১০১ জন শরণার্থীকে বালুখালী ক্যাম্পে স্থানান্তর করা হয়। এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ‘সরকারি সিদ্ধান্তের আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে শামলাপুর থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গাদের স্থানান্তর করা হয়েছে।’