টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙালি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙালিকে গ্রেপ্তার করেছে র‌্যাব১৫। গতকাল শনিবার ভোর রাতে টেকনাফের হ্নীলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ইউনুছ বাঙালিকে র‌্যাবের একটি দল রাতে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে। ওসি জানান, ৪ আগস্ট টেকনাফে ছাত্রজনতার উপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই ঘটনায় সমপ্রতি টেকনাফ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার ইউনূস বাঙালিকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইউনুস বাঙালি টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া একর্ড গ্রিন ভিলেজ এসোর আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্যিকরা শিশুদের মনোজগতকে সমৃদ্ধ করে