টেকনাফে ৭ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারী

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাত লাখ ইয়াবাসহ চারটি বস্তা ফেলে পালিয়েছেন কয়েকজন ব্যক্তি, যাদের পাচারকারী বলছে কোস্ট গার্ড। গতকাল বুধবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া ফিশিং ঘাট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান। ‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।

খবর বিডিনিউজের।

লুৎফুল লাহিল বলেন, গতকাল বুধবার ভোরে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি ফিশিং বোট সমুদ্র থেকে ঘাটে চারটি বস্তাসহ চার জনকে নামিয়ে বোটটি সমুদ্রে চলে যায়। ওই চার জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে থামানোর সংকেত দেয় কোস্ট গার্ড। এ সময় তারা বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া দেয়। তবে তারা দ্রুত ঝাউবনে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে সাত লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা বলে জানান কোস্ট র্গাডের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকাল মৌলভী সৈয়দ আহমদের ৪৬তম শাহাদাতবার্ষিকী
পরবর্তী নিবন্ধবৃষ্টি ও জোয়ারে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন মনজুর আলম