টেকনাফে ৭ম শ্রেণীর ছাত্রী অপহৃত

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৮ জুন, ২০২১ at ১০:৪৮ অপরাহ্ণ

টেকনাফে জেসমিন আকতার নামের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে এসএসসি পরীক্ষার্থী এক কিশোর।
আজ সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনম্যান্ট জমা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলার সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে অপহৃত স্কুল ছাত্রীর মা।
জানা যায়, আজ সোমবার সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বিধি মেনে স্কুলে অ্যাসাইনম্যান্ট জমা দিয়ে একটি টমটম যোগে বাড়ি ফিরছিল।
স্কুল ছাত্রীটি বাড়ির পাশাপাশি মহেশ খালীয়া পাড়া কবরস্থান মোড়ে পৌঁছা মাত্র একটি প্রাইভেট কার সামনে দাঁড়িয়ে টমটমের গতিরোধ করে।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জুবায়ের হোসেনসহ কয়েকজন সহযোগী টমটম থেকে তাকে ধরে কার যোগে অপহরণ করে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর মা তৈয়ুবা বেগম ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।”
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উক্ত স্কুল ছাত্রীকে ধমকি দিয়ে আসছিল ওই কিশোর।
ছাত্রীর পরিবার ধমকির বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের নজরে আনে।
সম্প্রতি উভয় পরিবারকে ডেকে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে উক্ত কিশোর থেকে লিখিত অঙ্গীকারনামাও নেয় স্কুল কর্তৃপক্ষ।
এরপরও এ ধরনের অপরাধ নারী শিক্ষা বিস্তারে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় দারোয়ানকে হত্যা করে বিড়ির গুদামে ডাকাতির ঘটনার মূল হোতা গ্রেফতার