টেকনাফে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৭ অপরাহ্ণ

টেকনাফে মাদক পাচার প্রতিরোধ করার পাশাপাশি মাদক কারবারি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ থানায় কর্মরত পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত এবং নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড পাওয়া আসামী মো. মনিরকে(৩০) আটক করতে সক্ষম হয়েছে।
আটক আসামী মনির টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকার মো. নুরুল ইসলামের পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক কারবারি, সন্ত্রাসী এবং বিভিন্ন অপকর্মে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
পাশাপাশি, অত্র এলাকায় যারা চিহ্নিত মাদক কারবারি এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে এখনো মাদক ব্যবসা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত অপরাধীদের ধরতে পুলিশকে সঠিক তথ্য প্রদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৮ এক্সকেভেটর মালিককে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহালিশহর থানা ছাত্রলীগের আনন্দ মিছিল