কক্সবাজারের উখিয়া–টেকনাফ সীমান্ত কেন্দ্রিক ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচার থামছে না। বিজিবি আইস ও ইয়াবাসহ অবৈধ চোরাচালান রোধে কঠোর পাহারার দাবি করলেও বাংলাদেশে এসব মাদক প্রবেশ করছেই। এবার টেকনাফে এক বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড।
গততাল শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।










