টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে ৬টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ ৪ ডাকাতকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের উলুমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, উলুমারি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩২), মৃত মো. শফির ছেলে আনোয়ার হোসেন (২১), মৃত রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২) ও রঙ্গিখালী গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে নজির আহম্মদ (৫০)।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ ছিল। এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। তবে টহল দল ৪ জনকে আটক করতে সক্ষম হয়। পরে বসতবাড়ি তল্লাশি করে দেশীয় তৈরী ৬টি অস্ত্র, ১০ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড রাইফেলের এ্যামুনেশন, চার রাউন্ড এলএমজি এ্যামুনেশন, চার রাউন্ড প্যারাসুট ফ্লেয়ার, একটি পুলিশ বেল্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।