টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ১:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবা নিয়ে আসমা আক্তার (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৭ মে (সোমবার) ৫ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক নারী মাদক কারবারি সাবরাং কাটাবুনিয়া এলাকার মনির উল্লাহর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ‌র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এমসয় মনির উল্লাহর বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে তার বসত ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় মাদক বিক্রয়ের নগদ ৯৮ হাজার ৫৪০ টাকা।

জানা যায় যে, আটক নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে তার স্বামীর যোগসাজশে ইয়াবা ব্যবসা করতো। এই চক্রটি সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার ছোট/বড় চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসতো।

পরবর্তীতে সুবিধামত সময়ে মজুদকৃত ইয়াবা স্থানীয় মাদক কারবারী ও মাদক সেবনকারীদের নিকট সরবরাহের পাশাপাশি কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।

এই মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ধ’র্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদ’ণ্ড
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির গুলিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া সেই জেলের মৃত্যু