টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুজন মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। আটককৃতরা হচ্ছে পৌরসভার ৭ নং ওয়ার্ড জালিয়া পাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং মৃত হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)। গতকাল শুক্রবার বিকালে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারের শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাওন টাওয়ারে অবস্থান করে। একপর্যায়ে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা।












