টেকনাফে ৫ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মাড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গত বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অবিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন সাইজের ছয়টি কিরিচ জব্দ করা হয়।আটকরা হল, সৈয়দ নূর (২৮), নূর বসর প্রকাশ জাহাঙ্গীর (২২), আবু বকর সিদ্দিক (৩২), মো. সাকের (২৭) ও আবু তালেব (৩০)। তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আটক ৫ জনসহ এজাহারনামীয় মোট সতের জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে শুক্রবার বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের দুই টিউবই প্রস্তুত
পরবর্তী নিবন্ধবাজেট বাড়ে, মেয়াদ বাড়ে শেষ হয় না সংস্কার কাজ