টেকনাফে ৫ ইউনিয়নে ৫০১ জনের মনোনয়ন জমা

চেয়ারম্যান পদে ৩৫, সদস্য পদে ৪৬৬

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

টেকনাফের ৫ ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে ৫০১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী পদে ৮০ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৬ জন মনোনয়ন ফরম জমা দেন। তবে নিয়ম অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ১ চেয়ারম্যান, ৩ সংরক্ষিত নারী ও ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। গতকাল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিনে নির্বাচন অফিসার ও টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও রামু নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ১৯ মার্চ জমাকৃত মনোনয়ন পত্র যাছাই-বাছাই হবে এবং আগামী ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ ১১ এপ্রিল নিবার্চন অনুষ্ঠিত হবে। টেকনাফের এই ৫ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৫৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৯৩ জন ও মহিলা ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কা ও ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধপুলিশ পরিচয়ে সাহায্যের নামে প্রতারণা, গ্রেপ্তার ৩