টেকনাফের জুম্মা পাড়ায় ৫টি অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দু’জন স্থানীয় আলোচিত সন্ত্রাসী ফরিদ গ্রুপের দুই সদস্য বলে জানায় র্যাব-১৫ এর কর্মকর্তা।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গিখালী জুম্মা পাড়ায় এ অভিযান চালায়৷
র্যাব সূত্র জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকস একটি আভিযানিক দল ফরিদুল আলম গ্রুপের সদস্যদের অপকর্ম করার পরিকল্পনার খবর পেয়ে হ্নীলা রঙ্গিখালীর পশ্চিম জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অভিযানে যায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৭/৮জন সশস্ত্র দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় কামাল হোছনের পুত্র হেলাল উদ্দিন (২০) এবং কালা মিয়ার পুত্র মো. ইসমাঈলকে(২৫) আটক করা হয়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ১টি টিসিবিএল, ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।