টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেকনাফের নাইটংপাড়া ঘাট এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টাগার্ড সদস্যরা। এসময় একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদক টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ সমন্বিত স্কুলে বই বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে