টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হার বশর (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকা থেকে এই সব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক যুবক হার বশর মিয়ানমারের বুছিডং ছেরুহা এলাকার ইমাম হোসেনের ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১০ হতে উত্তর পূর্ব দিকে এবং টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের পূর্ব দিক এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন সংবাদে লেদা বিওপি’র একটি বিশেষ টহল দল সেখানে কৌশলে অবস্থান নেয়।
এর কিছুক্ষণ পর সেখানকার লবণ মাঠ এলাকা দিয়ে একজন লোককে প্লাস্টিকের একটি বস্তা মাথায় নিয়ে নাফনদী পার হয়ে মিয়ানমার থেকে আসতে দেখে তাকে সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি চ্যালেঞ্জ করলে মাদক কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটক ব্যাক্তির রক্ষিত প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লক্ষ টাকা বলে জানা গেছে।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।