টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব–১৫। এসময় রফিক আহমদ (৪২) নামের এক পাচারকারীকে আটক করা হয়। সে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। গত বুধবার রাত পৌনে ১২ টার দিকে টেকনাফ নাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা।
র্যাব–১৫ কক্সবাজার অফিসের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, র্যাব–১৫ কক্সবাজার এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ নাজিরপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়–বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব–১৫, কঙবাজারের সিপিসি–২, হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে রফিক আহমদ নামে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার বসত ঘরের শয়নকক্ষে সিলিংয়ের উপরে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ইয়াবা মজুদ রয়েছে বলে জানায়। পরবর্তীতে বসতঘরে তল্লাশি করে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।