টেকনাফে দুই হাজার পিস ইয়াবাসহ আনোয়ার বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড় ১০টার দিকে সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ার বসতঘর থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় মো. জামালের স্ত্রী। এ সময় তার কাছ থেকে তেরো হাজার নগদ টাকাও উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, এসআই মো. মিল্টন মণ্ডলের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডেইল পাড়ায় মো. জামালের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকাসহ আনোয়ার বেগম গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সদস্য বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু হয় বলেও জানান তিনি।